হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সামনে আর মুরালিধরন

নিজের নামের পাশে অসংখ্য রেকর্ড রয়েছে সাকিব আল হাসানের। এবারের বিশ্বকাপেও বেশ কিছু রেকর্ড ও মাইলফলক অর্জন করেছেন বাংলাদেশি অধিনায়ক। তেমনি এবার আরেকটি কীর্তি গড়েছেন তিনি। 

বিশ্বকাপে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ৪৩ উইকেট নিয়ে এখন দুইয়ে আছেন সাকিব। নেদারল্যান্ডসের ব্যাটার কলিন অ্যাকারমানকে আউট করে এককভাবে দুইয়ে উঠেছিলেন তিনি। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে সংখ্যাটা বাড়িয়েছেন সাকিব। এর আগে যৌথভাবে ইমরান তাহিরের সঙ্গে ৪০ উইকেটে দুইয়ে ছিলেন। 

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাহিরকে ছাড়িয়ে গেলেও শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে স্পর্শ বা পেছনে ফেলার সাধ্য নেই বললেই চলে। ৪০ ম্যাচে ৬৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি। তাঁকে স্পর্শ করতে হলে আরও ২৫ উইকেট প্রয়োজন সাকিবের। সেটি করতে হলে আরও কমপক্ষে দুটি বিশ্বকাপ খেলতে হবে। বয়স ৩৬ হওয়ায় ধরে নেওয়া হচ্ছে, এটিই বাংলাদেশের অধিনায়কের শেষ বিশ্বকাপ। হাতে ম্যাচ পাচ্ছেন আর একটি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই মুরালিধরনের সঙ্গে উইকেট সংখ্যার ব্যবধান আরেকটু কমিয়ে নেওয়ার সুযোগ পাবেন। 

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে একটি কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি। গতকালের ৮২ রানের ইনিংসটি টুর্নামেন্টের ইতিহাসে ১৩তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তাঁর ওপরে আর দুজন আছেন। দুজনই ভারতীয় কিংবদন্তি। ১৪ ইনিংস নিয়ে বিরাট কোহলি আছেন দুইয়ে। আর শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের ইনিংস ২১টি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ