হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা 

পার্থে আজ ম্যাচটা হচ্ছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ চ্যাম্পিয়নের লড়াই।  আর এই ম্যাচে লড়াই করার মতো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলীয় ৬ রানে শ্রীলঙ্কা হারায় প্রথম উইকেট।দ্বিতীয় ওভারের পঞ্চম বলে কুশল মেন্ডিসের উইকেট নেন প্যাট কামিনস। মেন্ডিসের বিদায়ের পর উইকেটে আসেন ধনঞ্জয় ডি সিলভা। দ্বিতীয় উইকেট জুটিতে নিশাংকা-ডি সিলভা যোগ করেন ৬৯ রান। ২৩ বলে ২৬ রান করা ডি সিলভা বিদায় করে জুটি ভাঙেন অ্যাশটন অ্যাগার। 

দ্বিতীয় উইকেট পড়ার পর শ্রীলঙ্কার ইনিংসে সাময়িক ধ্বস নামে।৭৫ থেকে ১২০ রান-এই ৪৫ রান যোগ করতে লঙ্কানরা  হারায় আরও ৪ উইকেট। সতীর্থদের আসা-যাওয়ার মিছিল একপ্রান্তে আগলে খেলেন চারিথ আসালাঙ্কা। সপ্তম উইকেট জুটিতে আসালাঙ্কা-চামিকা করুণারত্নে অবিচ্ছেদ্য ১৫ বলে ৩৭ রানের জুটি গড়েন। নির্ধারিত ২০ ওভারে  ৬ উইকেটে লঙ্কানরা করে ১৫৭ রান।

লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন নিশাংকা। ৪৫ বলে ৪০ রান করেছেন লঙ্কান এই ওপেনার। আর শ্রীলঙ্কার উইকেটগুলো  অস্ট্রেলিয়ার বোলাররা ভাগাভাগি করে নিয়েছেন।  মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, প্যাট কামিনস, অ্যাশটন অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল- সবাই একটি করে উইকেট নিয়েছেন।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার