হোম > খেলা > ক্রিকেট

বিয়ের অনুষ্ঠানে ম্যাক্সওয়েলের জুতা গায়েব!

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন। অনুষ্ঠানে শুধু আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। প্রথমে অস্ট্রেলিয়ান রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরে ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনির রীতি মেনে ধুতি-শেরওয়ানি পরে আনুষ্ঠানিকতা সারেন। 

সব ঠিক থাকলে আগামীকাল রাতে ভারতের ‘জামাই’ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিএল খেলতে নামবেন ম্যাক্সওয়েল। তবে চেন্নাইয়ে বিয়ের দিনে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে অজি অলরাউন্ডারের। গায়েহলুদ থেকে শুরু করে মালাবদল, মেহেদি পার্টি থেকে সানাইয়ের সুর—সবই ছিল আলোচিত বিয়েতে। তবে জুতা গায়েব হওয়ায় ঘাবড়ে যান ম্যাক্সওয়েল। 

আসলে উপমহাদেশের অনেক বিয়েতে বরের জুতা লুকিয়ে রেখে টাকা দাবি করে থাকেন শ্যালক-শ্যালিকারা। ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও ঘটেছে সেটি। কঠোর নিরাপত্তার মাঝেও তাঁর জুতা লুকিয়ে রাখেন কেউ। 

বেচারা ম্যাক্সি জুতা চুরি হয়ে গেছে ভেবে সোজা চলে যান থানায়। অভিযোগও দায়ের করেন। পরে মজার এই রীতির কথা জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করেন তিনি।

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা