টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিছুদিন আগে শঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ওয়াহ, এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরেক ক্রিকেট কিংবদন্তি। ক্রিকেটের আদি সংস্করণের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ক্লাইভ লয়েডও।
টি-টোয়েন্টির কারণেই দীর্ঘ সংস্করণটি হুমকির মুখে বলে মনে করেন লয়েড। কারণ চার-ছক্কার এই সংস্করণের জন্যই তরুণেরা ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারছেন না। ভারতের পশ্চিমবঙ্গের অ্যাডামাস বিশ্ববিদ্যালয় থেকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হওয়ার সময় গতকাল এমনটি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার।
ক্যারিবিয়ানদের প্রথম দুই ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লয়েড বলেছেন, ‘আগেও বলেছি এবং আবারও বলছি টি-টোয়েন্টি হচ্ছে প্রদর্শনী ক্রিকেট আর টেস্ট হচ্ছে পরীক্ষা। তরুণদের অভ্যাস হলো মাঠের বাইরে বল পাঠানো, যেন কোথাও তারা চুক্তিবদ্ধ হতে পারে। এমনটা পছন্দ করি না।’
তরুণ ক্রিকেটাররা যে শেখার পরিবেশ পাচ্ছে না সেদিকটা নিয়েও কথা বলেছেন লয়েড। ৭৯ বছর বয়সি এই ব্যাটার বলেছেন, ‘আমরা সেই সময়ে ফিরে যেতে পারি। যখন কোথাও সফরে গিয়ে তরুণদের প্রস্তুত হওয়ার পথটাও করে দেওয়া হতো। কিন্তু এখন সেটা দেখতে পারবেন না। যদি ইংল্যান্ড সফরে যান দেখবেন দুই ধরনের খেলা হয়—টেস্ট ও ওয়ানডে। এরপর সফর শেষ...। কিন্তু এখন তারা (তরুণ) দেশটা সম্বন্ধে কিছু শেখে না। এতে করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতে কীভাবে ক্রিকেট খেলতে হয় এ সবের কিছুই তারা শেখার সুযোগ পায় না।’