ঢাকা: হুটহাট মন্তব্য করে আলোচনায় আসা কেভিন পিটারসেনের জন্য নতুন কিছু নয়। এবার কেপি আলোচনায় আইপিএল আয়োজনের সপক্ষে মত দিয়ে। এই কঠিন পরিস্থিতিতে আইপিএল মানুষের বিনোদনের উৎস ছিল বলে মনে করেন পিটারসেন। অথচ মহামারিতে আইপিএল আয়োজন নিয়েই যত প্রশ্ন।
করোনার মধ্যেই জৈব সুরক্ষাবলয় মেনে এবারের আইপিএল চলছিল। কিন্তু সুরক্ষাবলয় ভেঙে ভাইরাসটি যখন খেলোয়াড়, দলের স্টাফদের আক্রমণ করে, বাধ্য হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার আইপিএল স্থগিত করেছে। আইপিএলেই নিয়মিত ধারাভাষ্যকার দিয়ে আসছেন পিটারসেন। এবারও ব্যতিক্রম হয়নি। সাবেক ক্রিকেটারদের অনেকেই আইপিএল–বিরোধী হলেও মহামারিতে টুর্নামেন্ট আয়োজনের পক্ষে পিটারসেন, ‘প্রথম দিকে আইপিএল চালানো ভারতের জন্য ছিল ইতিবাচক। কঠিন পরিস্থিতিতেও মানুষ প্রতিদিন ছয় ঘণ্টার বিনোদন পেত।’
আইপিএল হঠাৎ স্থগিত হওয়ায় খেলোয়াড় ও সম্প্রচার কর্তৃপক্ষের জন্য খারাপই লাগছে কেপির, ‘তারা তো আর অন্ধ ছিল না। ভারতে কী হচ্ছে সবই তারা জানত। আইপিএল চালিয়ে তাই মানুষকে তারা বিনোদন দিচ্ছিল।’
স্থগিত হওয়া আইপিএল কোথায়, কখন হবে তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে আরব আমিরাত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। প্রতিবেশি দেশ শ্রীলঙ্কাও ভারতকে প্রস্তাব দিয়েছে আইপিএল আয়োজনের।