হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের আগে ‘আসল তথ্য’ ফাঁস করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়েকে আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে পাকিস্তান। ছবি: এএফপি

প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।

বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।

সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ

ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি