হোম > খেলা > ক্রিকেট

ঝড় তুলে ফিরলেন সাকিব-রাব্বি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাটে-বলে প্রোটিয়াদের বিপক্ষে দারুণ ছন্দময় বাংলাদেশ অলরাউন্ডার। আরেকবার দক্ষিণ আফ্রিকায় জ্বলে উঠেছে সাকিবের ব্যাট। স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরিয়নে ফিফটি পূর্ণ করে ছুটছেন তিনি। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৬ রান। উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ এনে দেন তামিম-লিটন। 

দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী জুটির সর্বোচ্চ (৪৬) রানের রেকর্ডও গড়েন তামিম-লিটন। ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙলে ফেরেন তামিম (৪১)। দক্ষিণ আফ্রিকায় এর আগেও ওয়ানডেতে তামিমের সর্বোচ্চ ইনিংস ছিল ৪১। এবার যেভাবে শুরুটা পেয়েছিলেন তিনি, সেটা ধরে রাখতে পারলে তাঁর কাছে বড় ইনিংসের প্রত্যাশা করাই যেত। 

তামিমের বিদায়ের পর ফিফটি করেই আউট হন লিটন। দ্রুতই ফিরে যান মুশফিকুর রহিম (৯)। তবে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়েছে সাকিব-ইয়াসির আলী রাব্বি জুটি। সাকিবকে দারুণ সঙ্গ দেন রাব্বি। দুজনেই রান তুলেছেন দারুণ গতিতে। 

৬৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করে সাকিব আউট হলে এই জুটি ভাঙে। সাকিবের বিদায়ের পর বেশীক্ষণ টিকতে পারেননি রাব্বিও। কাটায় কাটায় ৫০ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন তিনি। তবে ১১৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের এগিয়ে দিয়েছেন দুজন।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’