হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এক বিবৃতিতে কোহলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছেন না তিনি।

কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনটা আগে থেকেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে সে খবর চারদিকে দু-তিন আগেই ছড়িয়ে পড়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সে গুঞ্জন অস্বীকার করেছিলেন।

আজ এক বিবৃতিতে কোহলি নিজেই অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অধিনায়ক কোহলির সময় অবশ্য বেশ ভালোই যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর চারদিক থেকে আসছে দারুণ সব প্রশংসা বাক্য। টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে কোহলি মনে করছেন, তিন সংস্করণে অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তাই চাপ কমাতেই এই সিদ্ধান্ত।

বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘নিজের ওপর চাপ বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গত ৭-৮ বছরে তিন সংস্করণে খেলা ও ৫-৬ বছর নিয়মিত অধিনায়কত্ব করার ফলে আমার ওপর প্রচণ্ড চাপ গেছে। আমি মনে করি আমার ওপর চাপ কমানো দরকার, যাতে ওয়ানডে আর টেস্টে আমি আরও ভালোভাবে দায়িত্ব সামলাতে পারি। এই সংস্করণে অধিনায়কত্ব করার সময় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে ব্যাটসম্যান হিসেবেও আমি নিজেকে উজাড় করে দিতে চাই।’ 

তবে সিদ্ধান্তটা যে নিজের একার ছিল না সে কথাও জানিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই সিদ্ধান্তের জন্য আমি সময় নিয়েছি। কাছের মানুষদের সঙ্গে আলাপ করেছি। রবি ভাই (রবি শাস্ত্রী) ও রোহিত-যারা আমাদের লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ, তাদের সঙ্গে লম্বা সময় আলোচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এ নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও কথা বলেছি। সামনে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।’ 

টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর ২৯ টিতেই জয় নিয়ে ফিরেছেন। হেরেছেন ১৪ টিতে। ফল আসেনি দুই ম্যাচের। সাফল্যের হার ৬৪.৪৪ শতাংশ।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা