হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের সেই দুই ক্রিকেটার চার মাস নিষিদ্ধ 

ওয়েসলি মাধেভেরে, ব্র্যান্ডন মাভুতা—জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞার কথা জানা গিয়েছিল গত মাসেই। তখন জানা ছিল না নিষেধাজ্ঞার সময়সীমা। অবশেষে দুই ক্রিকেটারকে চার মাস নিষিদ্ধ করা হয়েছে। 

মাভুতা ও মাধেভেড়ে দুই ক্রিকেটারকে আজ শাস্তি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। মাদক ব্যবহারের বিষয়টি তাঁরা (মাভুতা-মাধেভেড়ে) গতকাল ডিসিপ্লিনারি শুনানিতে স্বীকার করে নিয়েছেন। তাদের দুজনের থেকে তিন মাসের বেতনের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে জরিমানা হিসেবে। এটা কার্যকরী হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। জিম্বাবুয়ের ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘জেডসি মাদক ও মাদক নেওয়ার প্রতি জেডসি বিন্দুমাত্র বরদাশত করবে না। ডিসিপ্লিনারি কমিটি বিবেচনা করেছে যে মাদক নেওয়া মারাত্মক অপরাধ। দুই ক্রিকেটার যে নিয়ম ভেঙেছেন তাতে সংগঠন ও খেলার প্রতি দুর্নাম হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিটি বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়েছেন। দুই খেলোয়াড়ই অনুশোচনা করছেন ও এরই মধ্যে তাদের অভ্যাস দূর করার পেছনে কাজ করছেন।’ গত বছরের ডিসেম্বরে বিনোদনমূলক নিষিদ্ধ ওষুধ নিয়ে ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন মাভুতা ও মাধেভেরে।

২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ