হোম > খেলা > ক্রিকেট

কাকে বড্ড মিস করছেন লিটন

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে এখন কানাডায় আছেন লিটন দাস। সারে জাগুয়ার্সের হয়ে ইতিমধ্যে তিনটি ম্যাচও খেলেছেন তিনি। কানাডায় থাকলেও উইকেটরক্ষক এই ব্যাটারের মন পড়ে রয়েছে বাংলাদেশে। সামাজিক মাধ্যমে তাঁর করা পোস্ট এমনটিই জানাচ্ছে। 

সরাসরি বললে লিটনের মনটা পড়ে রয়েছে তাঁর স্ত্রী দেবশ্রী সঞ্চিতার কাছে। আজ তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী। ২০১৯ সালের এই দিনেই চার হাত একসঙ্গে হয়েছিল দুজনের। কিন্তু খেলার কারণে বিবাহবার্ষিকী একসঙ্গে উদ্‌যাপন করা সম্ভব হচ্ছে না তাঁদের। আর এ জন্যই স্ত্রীকে মিস করছেন বলে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন লিটন। 

স্ত্রী সঞ্চিতার উদ্দেশে লিটন লিখেছেন, ‘শুভ চতুর্থ বার্ষিকী। তুমি আমার জীবনে লেডি ভাগ্য হিসেবে এসেছ। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। সত্যি তোমাকে বড্ড মিস করছি। খুব শিগগির দেখা হবে।’ 

বিবাহবার্ষিকীর শুভেচ্ছা শুধু লিটনই জানাননি। তাঁর স্ত্রী সঞ্চিতাও জানিয়েছেন। সামাজিক মাধ্যমে সঞ্চিতা লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার জন্য ৪র্থ বার্ষিকীর শুভেচ্ছা। আমার সেরা বন্ধু, সবকিছু তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। ভগবান কৃষ্ণ আমাদের সব সময় আশীর্বাদ করুন। যেন আগামী বছরগুলোয় একসঙ্গে এবং অফুরন্ত সুখ আসে এবং আমাদের জীবনের প্রেমে আরও দুর্দান্ত স্মৃতি যোগ হয়। তোমাকে খুব মিস করছি এবং চমকে দেওয়ার জন্য ধন্যবাদ, আমি নির্বাক।’ 

দাম্পত্য জীবনের সুন্দর সময় কাটালেও কানাডার পারফরম্যান্স ভালো নয় লিটনের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৩০ রান করতে পেরেছেন তিনি। এক ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামেননি। সর্বোচ্চ ২১ করা। স্বভাবসুলভ ব্যাটিংটা এখনো দেখা যায়নি। আজ রাতেই মিসিসাউগা প্যানথার্সের বিপক্ষে তাঁর ম্যাচ রয়েছে। বিবাহবার্ষিকীর দিনটি কতটা রঙিন করে রাখতে পারেন, সেটিই দেখার৷

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি