হোম > খেলা > ক্রিকেট

জোসেফের কীর্তির টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

স্বপ্নের মতো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন শামারা জোসেফ। অ্যাডিলেড টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ পেসার নিজের করা প্রথম বলেই তুলে নেন প্রিয় ব্যাটার স্টিভেন স্মিথকে। এমন দুর্দান্ত শুরু করতে পরেছেন মাত্র ২৩ জন বোলার।

আজ দ্বিতীয় দিনে আরেকটি কীর্তি গড়েছেন জোসেফ। অভিষেকে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২৪ বছর বয়সী পেসার। ৯৪ রানে ৫ উইকেট পেয়েছেন তিনি। দশম ক্যারিবিয়ান হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর প্রথম বলে এবং অভিষেকে ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার তিনি। তাঁর আগে প্রথম রেকর্ডটি গড়েন নাথান লায়ন। নিজের অভিষেক টেস্টে অফ স্পিনারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোসেফ।

জোসেফের রেকর্ডের দিনটা অবশ্য ভালো কাটেনি ওয়েস্ট ইন্ডিজের। অ্যাডিলেড টেস্টের আড়াই দিনে হার চোখ রাঙাচ্ছে তাঁদের। প্রথম ইনিংসে নিজেরা ১৮৮ রানে অলআউট হওয়ার পর প্রতিপক্ষকে অল্পতে আটকাতে পারেনি তারা। তাদের চেয়ে ৯৫ রান বেশি করে অস্ট্রেলিয়া। 

অথচ ২৮৩ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার আগে দিনের শুরুটা ভালোই করেছিল ক্যারিবিয়ানরা। গত দিনের দুই অপরাজিত ব্যাটার উসমান খাজা ও ক্যামেরুন গ্রিন আজ মাত্র ৮ রান যোগ করতে পারেন তাঁদের জুটিতে। ব্যক্তিগত ১৪ রান করা গ্রিনকে আউট করে তৃতীয় উইকেটের ২২ রানের জুটি ভাঙেন জোসেফই। প্রথম দিনে অস্ট্রেলিয়ার দুটি উইকেটও তিনিই নিয়েছিলেন। 

তবে পাঁচে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে নেন ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে খাজার সঙ্গে ৪৬ রানের জুটিও গড়েন তিনি। ব্যক্তিগত ৪৫ রানে খাজাকে আউট করে আবারও জুটি ভাঙেন জোসেফ। পরে মিচেল স্টার্ককে আউট করে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। একের পর এক সঙ্গীর বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়ান হেড। 

অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নিয়েছেন হেড। তাঁর ১৩৪ বলে ১১৯ রানের ইনিংসটিতে ১২ চারের সঙ্গে ৩ ছক্কা রয়েছে। বাঁহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির ওপর ভর করে ২৮৩ রান পায় অস্ট্রেলিয়া। 

৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় প্রথম ইনিংসের চেয়েও ভয়ংকর। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই বিদায় নেন তেজনারায়ন চন্দরপল। বাঁহাতি ব্যাটারকে ০ রানে ফেরানোর পর নিজের ফিরতি ওভারেই আরেক ওপেনার ক্রেইগ ব্রেথওয়েটকে আউট করেন জশ হ্যাজলউড। পরে আরও দুই উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। তাঁর বোলিং তোপে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন অজি পেসার। 

সেখান থেকে দলের ধস মেরামত করার চেষ্টা করেন কার্ক ম্যাকেনঞ্জি ও অভিষিক্ত জাস্টিন গ্রিভস। তবে খুব বেশি দূর দলের রান এগিয়ে নিতে পারেননি তাঁরা। ২৬ রান করা ম্যাকেনঞ্জিকে আউট করে দুই ক্যারিবিয়ান ব্যাটারের ২১ রানের জুটি ভেঙে দেন গ্রিন। দিনের শেষ বলে অফ স্পিনার লায়ন ২৪ রান করা গ্রিভসকে আউট করলে দিনের খেলা শেষ করেন দুই আম্পায়ার। 

এতে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার থেকে এখনো ২২ রানে পিছিয়ে তারা। ১৭ রানে অপরাজিত থাকা জশুয়া ডি সিলভাই হচ্ছেন ক্যারিবিয়ানদের একমাত্র স্বীকৃত ব্যাটার। তাই তৃতীয় দিন এই উইকেটরক্ষক ব্যাটার অজিদের জয় পেতে কতটা দেরি করাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’