হোম > খেলা > ক্রিকেট

এবার কোহলিকে ‘আনফলো’ করলেন সৌরভ

সরাসরি মুখে কোনো কিছু না বললেও দুজনের সম্পর্ক যে শীতল তা সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডে জানান দিচ্ছেন বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী। যেন সাপে-নেউলে সম্পর্ক ভারতের দুই ক্রিকেট কিংবদন্তির।

একজন আরেকজনকে ‘আনফলো’ করা শুরু করেছেন সামাজিক মাধ্যমে। শুরুটা করেছেন কোহলি। গত পরশু ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করেছেন তিনি। আর আজ তার জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি। তিনিও সামাজিক মাধ্যমটিতে আনফলো করলেন ভারতীয় ব্যাটারকে।

দুজনের সম্পর্কের অবনতি সৌরভের বিসিসিআই সভাপতি থাকার সময়। নিজের ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে পূর্বসূরিকেই দায়ী করেন কোহলি। সম্পর্কের অবনতি সেখানে শুরু হলেও মাঝে অনেক দিন এ নিয়ে কোনো বিতর্ক বা সমালোচনা ছিল না।

তবে গত শনিবার আইপিএলে বেঙ্গালুরু-দিল্লি ম্যাচের এক ঘটনায় বিষয়টি আবার সামনে আসে। ম্যাচ শেষে দিল্লির খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছিলেন কোহলি। একই ভাবে সৌরভও করছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গেও। কিন্তু কোহলির সঙ্গে হাত মেলানোর সময় আসলে তিনি এড়িয়েন যান ভারতীয় ব্যাটারকে। ব্যাপারটি ভালো না লাগায় গত পরশু হয়তো এ কারণেই ভারতের সাবেক অধিনায়ককে আনফলো করেছিলেন কোহলি। আর দুই দিন পর একই কাজ করলেন সৌরভও।

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন