হোম > খেলা > ক্রিকেট

নরকিয়ার বদলে যাকে নিল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

করবিন বশ। ছবি: এএফপি

স্কোয়াড ঘোষণার একদিন পরই পিঠের ইনজুরির কারণে ছিটকে যেতে হয় আনরিখ নরকিয়াকে। অনেক দিন হয়ে গেলেও অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ডানহাতি এই পেসারের বদলি হিসেবে করবিন বশের নাম ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ৩০ বছর বয়সী বশের ইতিমধ্যেই ওয়ানডেতে অভিষেক হয়েছে। তবে তার অভিজ্ঞতা বলতে কেবল এক ম্যাচই। গত ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ৯ ওভার বোলিং করে ৬৯ রান খরচে মাত্র এক উইকেট নেন তিনি। ব্যাট হাতে খেলেন অপরাজিত ৪০ রানের ইনিংস।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে (এসএ টি-২০) বল হাতে অবশ্য দুর্দান্ত ছিলেন বশ। এমআই কেপটাউনের হয়ে ৮ ম্যাচে শিকার করেন ১১ উইকেট। বশকে দলে নিলেও কোয়েনা মাফাকাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। এ দুজন টনি ডি জর্জিকে সঙ্গে নিয়ে আজ করাচির বিমান ধরবেন। কেননা পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও রাখা হয়েছে তাদের।

চ্যাম্পিয়নস ট্রফিতে পরামর্শক হিসেবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইয়াসির আরাফাতকে নিয়োগ দিয়েছে প্রোটিয়ারা। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১ মার্চ ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা, করবিন বশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন। রিজার্ভ: কোয়েনা মাফাকা।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি