হোম > খেলা > ক্রিকেট

কোহলি কখনো রোহিত বা সূর্যকুমারের মতো হতে পারবে না, বলছেন রশিদ

এশিয়া কাপে নিজের ছন্দে ফিরতে শুরু করেছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৫ রান করার পর হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেছেন ৫৯ রান। দুই ম্যাচে রান করলেও এই রান যে ম্যাচ জেতানোর মতো ইনিংস নয়, সেদিকটাই তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, টি-টোয়েন্টিতে কোহলির ইনিংস ম্যাচ জেতানোর মতো নয়, তাই তিনি কখনো রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবের মতো ভালো ক্রিকেটার হতে পারবেন না।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আগামীকাল আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের আগে কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন রশিদ। তিনি এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতীয় ব্যাটার সম্পর্কে এমন মন্তব্য করেন। তাঁর মতে, কোহলি ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেটার হলেও টি-টোয়েন্টিতে নন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘বিরাট কোহলি টি-টোয়েন্টিতে কখনো দুর্দান্ত খেলোয়াড় ছিল না। আমরা তাকে কেন উইলিয়ামসন, জো রুট ও স্টিভেন স্মিথের সঙ্গে তুলনা করি। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে এদের কেউই ম্যাচ জেতানো ক্রিকেটার নয়। তারা ম্যাচকে এগিয়ে নিতে পারে, খেলায় নোঙরের ভূমিকা পালন করে। কোহলি ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেটার। সে কখনো রোহিত বা সূর্যকুমারের মতো হতে পারবে না।’

রশিদ যাঁর সম্পর্কে এমন কথা বলেছেন, সেই কোহলি আবার টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ গড়ের মালিক। তিনি ৩১ ফিফটিতে করেছেন ৩৪০২ রান। দীর্ঘদিনের ছন্দহীনতা কাটিয়ে ফর্মে ফেরার আভাস দিয়েছেন ‘রান মেশিন’ খ্যাত এই ভারতীয় ব্যাটার। এখন দেখার বিষয়, পাকিস্তানের সাবেক উইকেটরক্ষকের সমালোচনার জবাব দিতে পারেন কিনা কোহলি। এর জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। আগামীকালেই রশিদের দেশের বিপক্ষে খেলতে নামবেন কোহলি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ