হোম > খেলা > ক্রিকেট

ডারবান টেস্ট

প্রোটিয়াদের রানপাহাড়ে পিষ্ট হতে বসেছে লঙ্কানরা

গতকালকের মতো আজও এভাবেই উদ্‌যাপনে মাতেন ইয়ানসেন। ছবি: এএফপি

৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।

হাতে আছে দুই দিন ও ৫ উইকেট—অন্তত ড্র করতে হলেও অলৌকিক কিছু করতে হবে লঙ্কানদের। এমন অসম্ভবকে কি সম্ভব করতে পারবেন দীনেশ চান্দিমাল (২৯) ও ধনাঞ্জয়া ডি সিলভা (০) ! নিজেরাও হয়তো সেই আশা না করলেও হারটাকে বিলম্বিত করতে আগামীকাল চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবেন দুজনে।

আজ দক্ষিণ আফ্রিকা ডারবানে সিরিজের প্রথম টেস্ট জয়ের আশা নিয়ে দিন পার করেছে ত্রিস্তান স্তাবস (১২২) ও অধিনায়ক টেম্বা বাভুমার (১১৩) সেঞ্চুরিতে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেট ৩৬৬ রানে। স্তাবস ১৭ ও বাভুমা ২৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন। চা বিরতির আগে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে চতুর্থ উইকেটে করেন ২৪৯ রানের জুটি।

বাভুমা ফেরার পরই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। তার আগে তিনি স্তাবসের সঙ্গে করেছেন লঙ্কানদের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। তাতেই রানের পাহাড় স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সর্বোচ্চ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। আগেরটি ছিল ৫০৭, কেপটাউনে ২০১৭ সালে।

আজ তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও প্রোটিয়া পেসারদের তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। গতকাল সারা দিনে পড়েছিল ১৯ উইকেট। তৃতীয় দিনে সেই সংখ্যাটা ৭। তার দুটি করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন। প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ১৯১ রান। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে মাত্র ৪২।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি