হোম > খেলা > ক্রিকেট

বাবর-কোহলিকে ছাড়িয়ে যে রেকর্ডের মালিক রিজওয়ান

রেকর্ডটা নিজের করে নিতে মোহাম্মদ রিজওয়ানের হাতে ৩টি ইনিংস ছিল। তবে টি-টোয়েন্টির দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটি গড়তে ৩টি সুযোগ নিতে হলো না তাঁকে। এক সুযোগেই রেকর্ডটা গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। 

রিজওয়ান দ্রুততম রানের রেকর্ডটি গড়লেন ৭৯ ইনিংসেই। এতে তাঁর পেছনে পড়ে গেছে বিরাট কোহলি এবং তাঁরই স্বদেশি বাবর আজম। এতদিন সময়ের অন্যতম দুই সেরা ব্যাটারের দখলে ছিল রেকর্ডটি। দুজনে ৮১ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন। রিজওয়ানের কাছে গতকাল তাঁদের হারাতে হয়েছে সিংহাসনটি। 

রেকর্ড গড়তে ৩৯ রানের প্রয়োজন ছিল রিজওয়ানের। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর ৪ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। 

জয়ের কাজটা অবশ্য পাকিস্তানের পেসাররাই করে রেখেছিল, প্রতিপক্ষকে ৯০ রানে অলআউট করে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার পেসার শাহিন শাহ আফ্রিদি। আর স্পিনার আবরার আহমেদের সঙ্গে ২টি করে উইকেট নিয়েছেন প্রায় সাড়ে ৪ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির। 

টি-টোয়েন্টিতে বাবর-কোহলি-রিজওয়ানদের বাইরে আরও পাঁচজন ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। তাঁরা হচ্ছেন—অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিল, রোহিত শর্মা ও পল স্টার্লিং।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট