হোম > খেলা > ক্রিকেট

বাবর-কোহলিকে ছাড়িয়ে যে রেকর্ডের মালিক রিজওয়ান

রেকর্ডটা নিজের করে নিতে মোহাম্মদ রিজওয়ানের হাতে ৩টি ইনিংস ছিল। তবে টি-টোয়েন্টির দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটি গড়তে ৩টি সুযোগ নিতে হলো না তাঁকে। এক সুযোগেই রেকর্ডটা গড়লেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। 

রিজওয়ান দ্রুততম রানের রেকর্ডটি গড়লেন ৭৯ ইনিংসেই। এতে তাঁর পেছনে পড়ে গেছে বিরাট কোহলি এবং তাঁরই স্বদেশি বাবর আজম। এতদিন সময়ের অন্যতম দুই সেরা ব্যাটারের দখলে ছিল রেকর্ডটি। দুজনে ৮১ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন। রিজওয়ানের কাছে গতকাল তাঁদের হারাতে হয়েছে সিংহাসনটি। 

রেকর্ড গড়তে ৩৯ রানের প্রয়োজন ছিল রিজওয়ানের। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর ৪ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। 

জয়ের কাজটা অবশ্য পাকিস্তানের পেসাররাই করে রেখেছিল, প্রতিপক্ষকে ৯০ রানে অলআউট করে। ১৩ রানে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার পেসার শাহিন শাহ আফ্রিদি। আর স্পিনার আবরার আহমেদের সঙ্গে ২টি করে উইকেট নিয়েছেন প্রায় সাড়ে ৪ বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির। 

টি-টোয়েন্টিতে বাবর-কোহলি-রিজওয়ানদের বাইরে আরও পাঁচজন ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। তাঁরা হচ্ছেন—অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্টিন গাপটিল, রোহিত শর্মা ও পল স্টার্লিং।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন