হোম > খেলা > ক্রিকেট

২৬ বছরের পুরোনো ঘটনাই কি তাহলে ফিরছে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে    

গ্রেটার নয়ডার স্পোর্টিং কমপ্লেক্সে আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট নিয়ে কতই না রোমাঞ্চ অপেক্ষা করছিল। তবে খেলোয়াড়, ভক্ত-সমর্থকদের বাজেভাবে হতাশ করল নয়ডার আবহাওয়া। ম্যাচের ফল আসা দূরে থাক, মাঠে আদৌ ম্যাচ গড়ায় কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।  

প্রথম তিন দিন খেলা না হওয়ায় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। টসের সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু কিসের কী! সকালে মুষলধারে বৃষ্টির কারণে মাঠ পুরোটা ঢাকা রয়েছে। অবস্থা বেগতিক দেখে ৯টা ৪৫ মিনিটেই চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত করা হয়। এখন আগামীকাল পঞ্চম দিনে যদি খেলা না গড়ায়, তাহলে এক অপ্রীতিকর রেকর্ডে নাম উঠে যাবে। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্তের ঘটনা হবে এটি। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৮ সালে ডানেডিনের ক্যারিসবুকে। সেই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-ভারতের।      

বৈরী আবহাওয়া তো বটেই, গ্রেটার নয়ডার মাঠের অবস্থাও ভালো নয়। প্রথম দুই দিন সকালে রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া ছিল। তবে মাঝরাতের বৃষ্টির কারণে আউটফিল্ডের খুব বাজে অবস্থা হয়ে যায়। প্রথম দুই দিন দফায় দফায় মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার পরও সুফল মেলেনি। মাঠের মিড উইকেট অংশ খোঁড়া হয়েছে। ফ্যানের বাতাসও দেওয়া হয়, তবু মাঠ ঠিক করা যায়নি। ড্রেনেজ ব্যবস্থাপনা বাজে থাকার কারণেই মূলত এমন ঘটনা। তাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা এমন অবস্থা নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন। এসিবির হতাশ হওয়াটাই যে স্বাভাবিক। কারণ নিউজিল্যান্ড-আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে বারবার এসেও দেখেছিলেন যে খেলা হওয়ার মতো পরিস্থিতি নেই। গতকাল তৃতীয় দিনের খেলা বাতিল হয়েছিল সকালে মুষলধারে বৃষ্টির কারণে।

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। ৪৮ বছর পর দ্বিতীয়বারের মতো ঘটে একই ঘটনা। এবারও সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ। আগের সাত ম্যাচের মধ্যে দুটি করে টেস্ট পরিত্যক্তের ঘটনা ঘটে ওল্ড ট্রাফোর্ড ও ডানেডিনের ক্যারিসবুকে। একটি করে ম্যাচ বাতিলের ঘটনা রয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি), গায়ানা ও ফয়সালাবাদে।

টেস্টে কোনো বল না হয়েই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা
      ম্যাচ                                      ভেন্যু                       সাল           
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া                        ম্যানচেস্টার                    ১৮৯০
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া                        ম্যানচেস্টার                    ১৯৩৮
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড                        মেলবোর্ন                       ১৯৭০
নিউজিল্যান্ড-পাকিস্তান                     ডানেডিন                    ১৯৮৯
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড                     গায়ানা                          ১৯৯০
পাকিস্তান-জিম্বাবুয়ে                        ফয়সালাবাদ                    ১৯৯৮
নিউজিল্যান্ড-ভারত                        ডানেডিন                      ১৯৯৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক