হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটে নতুন প্রযুক্তি, ফিল্ডারের হেলমেটেও থাকবে ক্যামেরা

ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এবার এতে নতুন সংযোজন হেলমেট ক্যামেরা। স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের কভারেজ আকর্ষণীয় করে তুলতে এই হেলমেট ক্যামেরার আনতে যাচ্ছে।

আজ থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ডের এজবাস্টন টেস্টেই নতুন এই প্রযুক্তি দেখা যাবে৷ জানা গেছে, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তাঁর হেলমেটে ক্যামেরা লাগান থাকবে৷ টেস্ট ক্রিকেটে যা আগে কখনো দেখা যায়নি। ফিল্ডারের হেলমেট ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

স্কাই স্পোর্টস আশা করে যে হেলমেট ক্যামেরার ব্যবহার  ‘দর্শকদের  ক্রিকেটিং অ্যাকশনের একটি অনন্য দৃশ্য দেবে।’ প্লেয়াররা একে অপরকে কী বলে ক্যামেরায় অবশ্য সেই শব্দ রেকর্ড করবে না।  দর্শকরা শুধু ব্যাটারদের বা ফিল্ডারদের দেখতে পাবে। আগে থেকেই একটি স্টাম্প মাইক থাকে যা পৃথক মুহূর্ত রেকর্ড করে। স্কাই গত বছর দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে একই ধরনের প্রযুক্তি  ব্যবহার করেছিল।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া