হোম > খেলা > ক্রিকেট

ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেখানে শীর্ষে ক্লাসেন 

ওয়ানডে, নাকি টি-টোয়েন্টি—পচেফস্ট্রুমে গতকাল হেনরিখ ক্লাসেনের ব্যাটিং দেখে অনেকেই হয়তো ধন্ধে পড়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঝোড়ো সেঞ্চুরি করলেন ক্লাসেন। ঝোড়ো সেঞ্চুরিতে এক রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন ক্লাসেন।

গতকাল পচেফস্ট্রুমে তৃতীয় ওয়ানডেতে ২৬১ রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে নামা ক্লাসেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ৫৪ বলে। ৬১ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। পচেফস্ট্রুমে ঝড় তুলে স্ট্রাইক রেটে এবি ডি ভিলিয়ার্সকেও ছাড়িয়ে গেছেন ক্লাসেন। ওয়ানডেতে কমপক্ষে ১০০০ রান করেছেন, দক্ষিণ আফ্রিকার এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন ক্লাসেনের। ক্লাসেনের স্ট্রাইকরেট ১০৪.০৫। ‘মিস্টার থ্রি সিক্সটি’খ্যাত এবি ডির স্ট্রাইক রেট ১০১.২৭। ১০২.১৭ স্ট্রাইকরেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড মিলার।

ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা গতকাল ২৯.৩ ওভারে ৬ উইকেটে করে ২৬৪ রান, রানরেট: ৮.৯৫, যা রান তাড়ায় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানরেট। নিজেদের ১৭ বছরের রেকর্ড ভেঙে নতুন করে গড়ল প্রোটিয়ারা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৪৩৫ রান তাড়া করে জয়ের সময় দক্ষিণ আফ্রিকার রানরেট ছিল ৮.৭৮। 

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের স্ট্রাইকরেট (কমপক্ষে ১০০০ রান করেছেন):

হেনরিখ ক্লাসেন: ১০৪.০৫ 
ডেভিড মিলার: ১০২.১৭ 
এবিডি ভিলিয়ার্স: ১০১.২৭ 
ফারহান বেহারদিয়েন: ৯৭.৯০ 
কুইন্টন ডি কক: ৯৬.৪৩

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি