হোম > খেলা > ক্রিকেট

সাকিবের প্রথম মেয়াদের ওয়ানডে অধিনায়কত্ব কেমন ছিল 

বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক এখন সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে তো সাকিব আছেনই। তাঁর কাঁধে আজ উঠল ওয়ানডে দলের গুরুদায়িত্ব। 

ওয়ানডেতে সর্বশেষ সাকিব নেতৃত্ব দিয়েছেন ২০১৭ সালে। তার নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ম্যাচ খেলে জিতেছে ২৩ ম্যাচ, হেরেছে ২৬ ম্যাচ ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে পূর্ণ মেয়াদে তিনি এই সংস্করণে তিনি অধিনায়কত্ব করেন আরও ৮ বছর আগে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত পূর্ণ মেয়াদে অধিনায়ক ছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই সাকিবের শুরু হয় এই সংস্করণে অধিনায়কত্ব। এই সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তাঁর ডেপুটি ছিলেন সাকিব। মাশরাফি চোটে পড়ায় নেতৃত্বভার উঠেছে সাকিবের কাঁধে। নেতৃত্ব পেয়ে প্রথমবারেই বাজিমাত করেন সাকিব। উইন্ডিজকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ১৩৫ রান ও ২ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। এরপর একই বছরে সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেই জিতেছে বাংলাদেশ। 

সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ বড় সাফল্য পায় ২০১০ সালে। ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর চোটে পড়ায় ২০১১ বিশ্বকাপে খেলতে পারেননি মাশরাফি। বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্বভার উঠেছিল সাকিবের কাঁধেই। তবে এই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে বাংলাদেশ। ৩টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা। একই বছর সাকিবের নেতৃত্বে বাংলাদেশ যায় জিম্বাবুয়ে সফরে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। 

ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বও সাকিব পালন করেছিলেন। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। একই বছর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেন সাকিব। ৭৯ রানে জিতে ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। আর ২০১৭ তে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অধিনায়ক ছিলেন সাকিব। ডাবলিনের ম্যালাহাইডে এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। 

সাকিবের নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ: 
ম্যাচ        জয়            পরাজয়             ফল হয়নি
৫০         ২৩              ২৬                    ১

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে