হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামকে বিধ্বস্ত করে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬ বিপিএলে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: রাজশাহী ওয়ারিয়র্সের ফেসবুক পেজ

রাজশাহী ওয়ারিয়র্সের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপেক্ষায় ছিলেন, কখন শুরু করবেন উদ্‌যাপন। অবশেষে ১৮তম ওভারের পঞ্চম বলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিপ মিড উইকেটে এস এম মেহেরব ক্যাচ ধরতেই শুরু হয় উদ্‌যাপন। চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে ২০২৬ বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।

২০২৬ বিপিএল ফাইনালের আগে তেমন কোনো উত্তাপ ছিল না বললেই চলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনা এতই হয়েছে যে, বিপিএল আড়ালেই চলে গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ফাইনাল নিয়ে ভক্ত-সমর্থকেরা যে রোমাঞ্চের আশা করেছিলেন, সেটার ছিটেফোঁটাও দেখা যায়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই আজ চট্টগ্রাম র‍য়্যালসকে রীতিমতো নাস্তানাবুদ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৬৩ রানের জয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেল শান্তর দল।

১৭৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম রয়্যালস। যার শুরুটা করেন বিনুরা ফার্নান্দো। তৃতীয় ওভারের তৃতীয় ও পঞ্চম বলে নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন ফার্নান্দো। নাঈম ৯ রান করলেও জয় রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগের ২৩ বলে ২৫ রানের জুটিই চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ জুটি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রাম রয়্যালস ২ রানে হারিয়েছে শেষ ৪ উইকেট। ১৭.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে গেছে শেখ মেহেদী হাসান নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন চট্টগ্রামের ওপেনার মির্জা বেগ। ৩৬ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। রাজশাহীর বিনুরা ফার্নান্দো ৩ ওভারে ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। হাসান মুরাদ পেয়েছেন ৩ উইকেট। ২ ও ১ উইকেট পেয়েছেন জেমস নিশাম ও আবদুল গাফফার সাকলাইন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। পুরো ২০ ওভার খেলে ১৭৪ রান করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিস গেইল, তামিম ইকবালের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। ৬২ বলে ৬ চার ও ৭ ছক্কায় তানজিম তামিম করেছেন ১০০ রান। চট্টগ্রামের শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ দুটি করে উইকেট নিয়েছেন। সেঞ্চুরিয়ান তানজিদ তামিম হয়েছেন ফাইনালসেরা। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও ধরেছেন তিনি।

টুর্নামেন্টসেরা শরীফুল পেলেন ১৮ লাখ টাকা, ফাইনালসেরা তামিম

ফিক্সিংয়ের অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

বিসিবির নতুন টুর্নামেন্টের সূচি ঘোষণা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

সাত বছর পর বিপিএল ফাইনালে আরেক তামিমের সেঞ্চুরি

‘বাংলাদেশি সন্দেহে হত্যার পরও ভারতে বাংলাদেশের ম্যাচ কীভাবে রাখে আইসিসি’

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

বড় ব্যবধানে হেরে বিদায় নিল রিশাদের হোবার্ট

বিপিএল ফাইনালে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ভারত সফরের মাঝপথে বিশ্বকাপ দলের ক্রিকেটার হারাল নিউজিল্যান্ড