হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতে রিজওয়ানের আরেক রেকর্ড

ইংল্যান্ডের বিপক্ষে গতকাল পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৬ বলে ৬৪ রান করে ম্যাচ-সেরাও হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ জেতানো এই ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি।

সংক্ষিপ্ত সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। ধারাবাহিক ছন্দের পুরস্কার হিসেবে পেয়েছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে ওঠাতেও তাঁর অবদান ছিল অনবদ্য। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। শেষ পাঁচ ইনিংসে চার ফিফটি করেছেন তিনি। তাঁর শেষ পাঁচ ইনিংস হচ্ছে ৬৮, ৮৮ *, ৮, ৮৮ ও ৬৩।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে সব মিলিয়ে ৩১৫ রান করেছেন রিজওয়ান। এখনো দুই ম্যাচ বাকি আছে। নিশ্চিতভাবে রানটা আরও বেড়ে যাবে। তবে গতকালের ইনিংস দিয়েই দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে ৩০০ রানের রেকর্ড গড়েছেন এই ওপেনার।

এত দিন সংক্ষিপ্ত সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল সার্বিয়ার লেসলি ডানবারের। এ বছরই বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে ২৮৪ রান করেছিলেন সার্বিয়ান এই ব্যাটার।

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া