হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে উড়িয়ে ভারতের ‘সাত’

স্মৃতি মান্ধানা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারলেন। ছক্কা মেরে ফিফটি তো পেয়েছেন, একই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করলেন। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সপ্তমবারের মতো এশিয়া কাপ জিতলেন ভারতীয় নারীরা।

৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন স্মৃতি। মাঝে শেফালি ভার্মা আর জেমিমা রড্রিগেজের উইকেট হারিয়েছিল। তবে ভারতের তাতে কোনো অসুবিধা হয়নি। নবম ওভারের তৃতীয় বলে ওশাদি রনসিঙ্গেকে ছক্কা মেরে ফিফটি তুলে নেন স্মৃতি। ২৫ বলে ৬ চার এবং ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন ভারতীয় এই বাঁহাতি ওপেনার। একই সঙ্গে ভারতও নিশ্চিত করে তাদের সপ্তম এশিয়া কাপ।

ম্যাচসেরা হয়েছেন রেনুকা সিং। ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। টুর্নামেন্ট সেরা হয়েছেন দীপ্তি শর্মা। ৯৪ রান করেছেন এবং ১৩ উইকেট নিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট থাকা লঙ্কানরা ২০ ওভারে করে খেলে ৯ উইকেটে ৬৫ রান। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮  রানের ইনিংস খেলেছেন ইনোকা রনবীরা। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রেনুকা সিং। ২টি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা ও রাজেশ্বরী গায়কোয়াড়।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ