হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের ভরাডুবির ময়নাতদন্ত ৪ ডিসেম্বর

শিরোপা জেতার আশা নিয়ে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপের এমন ভরাডুবিতে অবশ্য সহজে ছাড় পাচ্ছেন না বিরাট কোহলিরা। আগামী চার ডিসেম্বর কলকাতায় হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এই সভায় কোহলিদের পারফরম্যান্সের কাটাছেঁড়া হবে। 

ভারতীর দলের এমন ভরাডুবিতে চারদিক থেকে নানা প্রশ্ন উঠছে। কারও মতে, বোর্ডের আর্থিক দিক ঠিক রাখতে গিয়ে টানা খেলার চাপে পড়ছেন কোহলি-রোহিত শর্মারা। এর মধ্যে করোনায় জৈব সুরক্ষা বলয়ের ধকল তো আছেই। গত জুন থেকে টানা খেলার মধ্যে থেকে বিশ্বকাপে খেলেছেন জারপ্রিত বুমরা-রোহিতরা। বিশ্বকাপের আগ মুহূর্তে আইপিএলের হ্যাপাও নিয়ে হয়েছে খেলোয়াড়দের। 

চার তারিখের বোর্ড সভায় মোট ২৪ দফা আলোচনা হবে। ওয়ানডে ও টেস্টে কোহলির অধিনায়কত্ব নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। চেতন শর্মার নির্বাচক কমিটির থাকা না থাকা নিয়ে আলোচনা হতে পারে এই সভায়। ভারতের বিশ্বকাপ দল নিয়ে এবার ভালোই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের। 

দলে কয়েকটি জায়গায় খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। চোটগ্রস্ত হার্দিক পান্ডিয়াকে দলে রাখা এবং লেগ স্পিনার চাহালকে সুযোগ থাকা সত্ত্বেও দলে না রাখা। এ ছাড়া রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচ হওয়ায় জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব চূড়ান্ত হতে পারে এই সভায়। সেখানে ভিভিএস লক্ষ্মণের আসা প্রায় চূড়ান্ত। গভর্নিং কাউন্সিলে নতুন দুই সদস্যের জন্য ওই দিন নির্বাচন হওয়ার কথা। 

সর্বশেষ, বিসিসিআই সভাপতি হিসাবে সৌরভ গাঙ্গুলী এবং সচিব হিসাবে জয় শাহ আইসিসির সভায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ভবিষ্যতেও তাঁরাই আইসিসিতে ভারতের প্রতিনিধিত্ব করার বিষয়টি চূড়ান্ত করা হবে এই সভায়। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা