হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ পুরস্কার পেলেন শচীন

জয় শাহর কাছ থেকে বিসিসিআই আজীবন সম্মাননা পুরস্কার নিচ্ছেন শচীন টেন্ডুলকার। ছবি: বিসিসিআই

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এই দুটি রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া শচীন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছেন পরম আরাধ্য শিরোপার ছোঁয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ এক পুরস্কার পেলেন এই ব্যাটিং কিংবদন্তি।

বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেয়েছেন শচীন। মুম্বাইয়ে গতকাল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ‘সিকে নাইডু আজীবন সম্মাননা’ পুরস্কার দেওয়া হয়। ৩১ তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেয়েছেন। ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় শচীনের। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানেন। ২০০ টেস্ট ও ৪৬৩ ওয়ানডে খেলেছেন, যা দুই সংস্করণেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির কীর্তিটা শচীনেরই।

শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরা, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও। ২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

জানুয়ারিতেই বুমরা জেতেন আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। অন্যদিকে মেয়েদের ক্রিকেটে ২০২৪ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মান্ধানা।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’