হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজ যোগ দিয়েছেন, সাকিবের একটু দেরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে রাজস্থানের দৌড় থেমেছে লিগ পর্বেই। রাজস্থানের হয়ে আলো ছড়ানো মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ তাই পেয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। গতকাল শুক্রবার সবার আগে আরব আমিরাতে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত টিম হোটেল উঠেছেন ফিজ। 

রাজস্থান শেষ চারে জায়গা করে নিতে না পারলেও এবারের আইপিএলে দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজ। দারুণ বোলিংয়ে সবার বেশ প্রশংসাও কুড়িয়েছেন বাংলাদেশ পেসার। হোটেল ছাড়ার সময় ফিজকে তাই এক অন্যরকম বিদায়ই দিয়েছে রাজস্থান! সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের হোটেল ছাড়ার মুহূর্ত নিয়ে একটি ভিডিও পোস্ট করে রাজস্থান। ভিডিওতে দেখা যায় এবারের মতো সবার থেকে বিদায় নিচ্ছেন তিনি। 

ফিজ যোগ দিলেও আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান কবে দলের সঙ্গে যোগ দেবেন এখনো নিশ্চিত নয়। এটি নির্ভর করছে প্লে অফে ওঠা কলকাতা কত দূর যায়, সেটার ওপর। বিসিবির নবনির্বাচিত পরিচালক আকরাম খানও ইঙ্গিত দিলেন সেটি। আইপিএলের শেষ চারে পরশু সোমবার কলকাতার খেলা আছে। এই ম্যাচ শেষে সাকিব দলের সঙ্গে যোগ দিলেও অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা তাঁর ক্ষীণ। পরদিন ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ফিজের পাশাপাশি গতকাল টিম হোটেলে যোগ দেওয়ার কথা কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনেরও। আইপিএলে তিনি ছিলেন হায়দরাবাদ দলে। 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু