হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজ যোগ দিয়েছেন, সাকিবের একটু দেরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে রাজস্থানের দৌড় থেমেছে লিগ পর্বেই। রাজস্থানের হয়ে আলো ছড়ানো মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ তাই পেয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। গতকাল শুক্রবার সবার আগে আরব আমিরাতে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত টিম হোটেল উঠেছেন ফিজ। 

রাজস্থান শেষ চারে জায়গা করে নিতে না পারলেও এবারের আইপিএলে দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজ। দারুণ বোলিংয়ে সবার বেশ প্রশংসাও কুড়িয়েছেন বাংলাদেশ পেসার। হোটেল ছাড়ার সময় ফিজকে তাই এক অন্যরকম বিদায়ই দিয়েছে রাজস্থান! সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের হোটেল ছাড়ার মুহূর্ত নিয়ে একটি ভিডিও পোস্ট করে রাজস্থান। ভিডিওতে দেখা যায় এবারের মতো সবার থেকে বিদায় নিচ্ছেন তিনি। 

ফিজ যোগ দিলেও আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান কবে দলের সঙ্গে যোগ দেবেন এখনো নিশ্চিত নয়। এটি নির্ভর করছে প্লে অফে ওঠা কলকাতা কত দূর যায়, সেটার ওপর। বিসিবির নবনির্বাচিত পরিচালক আকরাম খানও ইঙ্গিত দিলেন সেটি। আইপিএলের শেষ চারে পরশু সোমবার কলকাতার খেলা আছে। এই ম্যাচ শেষে সাকিব দলের সঙ্গে যোগ দিলেও অবশ্য প্রথম প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা তাঁর ক্ষীণ। পরদিন ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ফিজের পাশাপাশি গতকাল টিম হোটেলে যোগ দেওয়ার কথা কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনেরও। আইপিএলে তিনি ছিলেন হায়দরাবাদ দলে। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা