হোম > খেলা > ক্রিকেট

রুটের দুটি আক্ষেপ, একটির নাম বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরির আক্ষেপ ঘুচানোর সুযোগ আছে জো রুটের সামনে। ছবি: এএফপি

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার। টেস্ট ক্রিকেটে নিজেকে নিয়ে গেছেন দারুণ এক উচ্চতায়। অভিজাত সংস্করণে রান সংগ্রাহকের তালিকায় তাঁর সামনে শুধু শচীন টেন্ডুলকার। চোখ রাঙানি দিচ্ছেন ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার। ২১ হাজারের বেশি আন্তর্জাতিক রান। ৫৭ সেঞ্চুরি ও ১১৩টি ফিফটি। জিতেছেন ওয়ানডে বিশ্বকাপও। তারপরও কিছু আক্ষেপ থাকছে রুটের খাতায়। সেখানে সবচেয়ে মোটাদাগে যেন লেখা বাংলাদেশের নামও!

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে রুটও। এবার অস্ট্রেলিয়ায় রুটের শতকের দেখা কি মিলবে? ব্যাটিং দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে এখনো একটি শতকও করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। অ্যাশেজে যদি সেই অপেক্ষার অবসান ঘটে এবং ইংল্যান্ড সিরিজ জিতে, তাহলে তা হতে পারে রুটের ক্যারিয়ারের সেরা অর্জন। রুট কি সেটি করে দেখাতে পারবেন?

অজিদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৭০টি ম্যাচ ও ১০১ ইনিংস খেলেছেন রুট। করেছেন চারটি সেঞ্চুরি। সবগুলো শতকই টেস্ট সংস্করণে এবং নিজেদের মাঠে। অস্ট্রেলিয়ার মাঠে কখনো সেঞ্চুরি করা হয়নি ৩৪ বছর বয়সী ব্যাটারের।

অস্ট্রেলিয়ার মতো রুটের একই আক্ষেপ বাংলাদেশের বিপক্ষেও রয়েছে। বাংলাদেশের বিপক্ষে কখনো টি-টোয়েন্টি খেলেননি। ওয়ানডে খেলেছেন চারটি, সেগুলো আইসিসির টুর্নামেন্টের সৌজন্যে। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ওভালে ১৩৩* রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। টেস্ট খেলেছেন দুটি। ২০১৬ সালে বাংলাদেশ সফরে দুই টেস্টের চার ইনিংস ছিল—৪০, ১, ৫৬, ১। বাংলাদেশের মাঠে কখনো সেঞ্চুরি পাননি রুট। শুধু বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ছাড়া টেস্ট খেলুড়ে সব স্বাগতিক দেশে সেঞ্চুরি রয়েছে তাঁর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে প্রথম সেঞ্চুরি করার সুযোগ থাকলেও বাংলাদেশ সফরে রুটের আবার আসা হয় কি না, তা নিয়ে অনিশ্চয়তা তো থাকছেই।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’