হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন হলে প্রত্যেক খেলোয়াড় পাবেন বিএমডব্লিউ

রঞ্জি ট্রফির ৯০ বছরের ইতিহাসে মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছে হায়দরাবাদ। যার সর্বশেষটি ১৯৮৭ সালে। দীর্ঘ ৩৭ বছর ধরে শিরোপা না জেতা দলটি সর্বশেষ মৌসুমে তো প্লেট গ্রুপে নেমে গিয়েছিল।

গতকাল প্লেট গ্রুপ থেকে আবারও এলিট গ্রুপে উঠে এসেছে হায়দরাবাদ। প্লেট গ্রুপের ফাইনালে মেঘালয়কে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আগামী মৌসুম থেকে আবারও শীর্ষ স্তরে খেলবে তারা। এই সাফল্যে খুশি হায়দরাবাদের সমর্থকসহ কর্মকর্তারা। এ জন্য দলকে নগদ ১০ লাখ রুপি এবং সেরা খেলোয়াড়কে ৫০ হাজার রুপি পুরস্কৃত করা হয়েছে। 

তবে হায়দরাবাদ শীর্ষ স্তরে ওঠায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন জগন মোহন রাও। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি এতটাই খুশি হয়েছেন যে আগামী মৌসুমের জন্য পুরস্কার ঘোষণা করেছেন তিনি। আগামী তিন বছরে যদি দলটি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে প্রত্যেককে একটি করে বিএমডব্লিউ এবং সঙ্গে দলকে নগদ ১ কোটি রুপি টাকা দেবেন তিনি। 

নিজের সামাজিক মাধ্যমে ঘোষণাটি দিয়েছেন জগন মোহন রাও। তিনি লিখেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ এবং দলকে নগদ ১ কোটি রুপি দেওয়া হবে যদি আগামী তিন বছরের মধ্যে রঞ্জির এলিট ট্রফি জিততে পারে দল।’

দলকে উদ্বুদ্ধ করার জন্যই যে এমন ঘোষণা দেওয়া হয়েছে সেটা পরে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে’ ব্যাখ্যাও করেছেন জগন মোহন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন, ‘খেলোয়াড় এবং অন্য সকলকে প্রেরণা জোগানোর জন্যই এমন ঘোষণা দেওয়া হয়েছে। আগামী মৌসুমে বাস্তবে সেটা সম্ভব নয় বলেই তিন বছরের সময় দিয়েছি তাদের।’ সুযোগটা লুফে নেওয়ার সময় এখন অধিনায়ক তিলক ভার্মার দলের।

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত