হোম > খেলা > ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবাই যখন ইনডোরে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। তখন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের সঙ্গে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। কিছু সময় পর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরিফুলের বলে হাতে চোট পান। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন মুশি। চোটে পড়ায় আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

চোট পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় মুশফিককে। সেখানে চিকিৎসকেরা তাঁর হাতে স্ক্যান করান। সেখানে অবশ্য কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ব্যথা থাকায় পর্যবেক্ষণে রাখা হবে মিডল অর্ডারের এই ব্যাটারকে। 

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, ‘হাতে ব্যথা পাওয়ার পর আমরা মুশফিককে স্ক্যান করিয়েছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। প্রথম ম্যাচ খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।’

মুশফিকের চোট দলের জন্য বড় চিন্তার কারণ। তাই তাঁকে পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তারা বলেছেন, ‘আমরা পর্যবেক্ষণের পর পাওয়া রিপোর্টের অপেক্ষায় আছি। ব্যথা কমলে খেলতে পারবে। তবে এখনো ফোলা বোঝা যাচ্ছে না। এই ধরনের চোটে সাধারণ ২৪ ঘণ্টা পর ফোলা বোঝা যায়। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড