হোম > খেলা > ক্রিকেট

আজও পারলেন না হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিষেক ওয়ানডেতে ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি তাওহীদ হৃদয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের জন্য পেলেন না ফিফটি! আজ ফিফটি করলেই, বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ফিফটির ইনিংস হতো হৃদয়ের।

৩৪ বলে ৪৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে আউট হয়েছেন হৃদয়। ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কা। প্রথম ওয়ানডেতে ৮৫ বলে খেলেছিলেন ৯২ রানের দারুণ এক ইনিংস। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেকে ফিফটি করেছিলেন তিনি।

অন্য দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। সিলেটে আজ আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ৩৩ বলে করেছেন ফিফটি।

ফিফটির সৌজন্যে মুশফিক ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭০০০ রানের ক্লাবেও নাম লিখিয়েছেন। এ জন্য তিনি খেলেছেন ২৩০ ইনিংস। তামিম ইকবালের পর প্রথম ওয়ানডেতে ৭০০০ হাজার করেছিলেন সাকিব। আজ করেছেন মুশফিক।

তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তামিম আজ ১৫০০০ রান করেছেন। ৬৫ ইনিংসে লিটন দাসও করেছেন ওয়ানডেকে ২০০০ রান।

এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫.৩ ওভারে ৩১২ রান। মুশফিক ৭৩ ও তাওহীদ হৃদয় ৪৭ রানে ব্যাটিং করছেন।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড