হোম > খেলা > ক্রিকেট

শরীফুলের তোপে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছিল স্কোরবোর্ডে কোনো রান জমা পরার আগেই। এরপর সেই ধাক্কা সামলে লড়াকু সংগ্রহই পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সৌম্য সরকারের ৬৮ ও তাওহীদ হৃদয়ের অপরাজিত ৯৬ রানে ৭ উইকেটে করেছে ২৮৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৬৭ রান। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২২০ রান আর বাংলাদেশের ৭ উইকেট। ব্যাটিংয়ে আছেন লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা (৩১) ও চারিত আসালাঙ্কা (১৩)। 

শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরেন শরীফুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় বলেই তিনি বাংলাদেশকে এনে দেন উদ্‌যাপনের উপলক্ষ। শরীফুলের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো (০)। এরপর নিশানকার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে চাপটা সামলাতে চেষ্টা করেন কুশল মেন্ডিস। তবে লঙ্কান উইকেটরক্ষক আজ জ্বলে উঠতে পারেননি। ব্যক্তিগত ১৬ বলে তাসকিন আহমেদের বলে বন্দী হন মুশফিকুর রহিমের গ্লাভসে। 

মেন্ডিসের ফেরার পর স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই বিদায় নেন সাদিরা সামরাবিক্রমা (১)। তাঁকেও ফেরান শরীফুল।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা