হোম > খেলা > ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ম্যাচে থাকছে না আলোক প্রদর্শনী 

ম্যাচের শুরু, শেষ বা মাঝামাঝি—২০২৩ বিশ্বকাপে প্রায়ই দেখা যাচ্ছে আতশবাজি ফাটানো হচ্ছে। টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই সাধারণত তা করা হয়। ভারতের ম্যাচের দিন তা একটু অন্য মাত্রা পায়। এবার এ ব্যাপারে কঠোর উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বায়ুদূষণ বেড়ে যাওয়ায় মূলত আলোক প্রদর্শনী বন্ধের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। মুম্বাই হাইকোর্ট শহরটিতে বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতেই বিসিসিআই এমন উদ্যোগ নিয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও আলোক প্রদর্শনী করা হবে না বলে জানিয়েছে বিসিসিআইম যেখানে ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। আর আগামীকাল, ৭ নভেম্বর ও ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে ভারত-শ্রীলঙ্কা, আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ ও বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।

আইসিসির সঙ্গে আলোচনা করে মুম্বাই ও দিল্লিতে আলোক প্রদর্শনী না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড সচিব জয় শাহ। বিসিসিআই সচিব এক বিবৃতিতে বলেন, ‘আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আমিই বলেছিলাম যে মুম্বাই ও দিল্লিতে বাজি ফাটানোর মাধ্যমে কোনো রকম আলোকচিত্র প্রদর্শনী হবে না। এতে পরিবেশদূষণ অনেক বেড়ে যায়। পরিবেশগত ব্যাপার নিয়ে বোর্ড সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। ভক্ত-সমর্থকদের বৃহত্তর স্বার্থের কথা এখানে ভাবা হচ্ছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাজি ফাটিয়ে উদ্‌যাপনের পরিবর্তে সবার সুস্বাস্থ্যের কথা আগে ভাবছে বিসিসিআই।’

এর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বাইয়ের দূষিত বাতাসের কথা উল্লেখ করেছিলেন। যেখানে গত কয়েক দিন মুম্বাইয়ের বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল সকালে মুম্বাইয়ের একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ১৬১। গত পরশু সকালে তা ছিল ১৪৩ এবং রোববার ছিল ১৫২। এই সংখ্যাগুলো অনুযায়ী বায়ুদূষণ অত তীব্র নয়। তবে বান্দ্রা উত্তর ও বান্দ্রা কুরলা কমপ্লেক্স—এ দুই এলাকায় একিউআই ২৩৮ ও ২১০, যা তুলনামূলক বিপজ্জনক অবস্থা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা