হোম > খেলা > ক্রিকেট

সাকিবের আউট নিয়ে আম্পায়ারদের খোঁচা দিলেন মুশফিক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আসে আম্পায়ারিং। সাকিব আল হাসানের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। আর এমন বিতর্কিত সিদ্ধান্তে আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করলেন মুশফিকুর রহিম।

গতকাল অ্যাডিলেডে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১১ তম ওভারের পঞ্চম বলের ঘটনা। বলটি শূন্যে ভাসিয়ে দিয়েছিলেন শাদাব খান। বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। ফ্লিক করতে গিয়ে সাকিবের টাইমিং ঠিকঠিক করতে পারেননি। সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনের সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন। টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা সত্ত্বেও বাংলাদেশের অধিনায়ককে মাঠ ছেড়ে চল যেতে হয়। যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। সাকিবের আউট নিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লেখেন, ‘অসাধারণ সিদ্ধান্ত আম্পায়ারের।’ সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।

শুধু মুশফিকই নন, এই বিতর্কিত আউট নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইট করেছিলেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’

আম্পায়ার এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নিঃসন্দেহে জঘন্য সিদ্ধান্ত। জাহান্নামে যাও।’

টম মুডি তো চতুর্থ আম্পায়ারের কথা উল্লেখ করেছেন। মুডি বলেন, ‘ভুল সিদ্ধান্ত থেকে বিতর্ক এড়ানোর জন্য চতুর্থ আম্পায়ারের প্রয়োজন হয়।’

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ