হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ শুরুর আগে ফিট হচ্ছেন না উইলিয়ামসন

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্ব শুরু হচ্ছে আর দুদিন পর। তবে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল অর্থাৎ সুপার টুয়েলভসে আগে থেকেই যারা আছে তাদের আরও সপ্তাহ খানেকের অপেক্ষা। এমন সময় চোট নিয়ে শঙ্কায় আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

এবারের বিশ্বকাপে পুরো ফিট উইলিয়ামসনকে পাওয়া যাবে না বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। নতুন কোনো চোট নয়, পুরোনো কনুইয়ের চোটই মাথা ঝাড়া দিয়ে উঠেছে। সেটা যে তাঁকে খুব ভোগাচ্ছে, উইলিয়ামসন নিজেই তা জানিয়েছেন। তবে শতভাগ ফিট না থাকলেও ড্রেসিংরুমে বসে থাকবেন না তিনি। 

চোট নিয়ে উইলিয়ামসনের ভাষ্য, ‘হ্যামস্ট্রিংটা খুব বড় না, ছোট। এটা খুব দ্রুতই ভালো হওয়ার পথে। তবে কেউ যেন এটা নিয়ে আতঙ্কিত না হয়। আমাদের হাতে এখনো অনেক সময় আছে।’ 

তবে কনুইয়ের চোট নিয়ে কিছুটা চিন্তিত উইলিয়ামসন। বলেছেন, ‘কনুইয়ের চোটটা ভোগাচ্ছে। লম্বা সময়ের চোটের ব্যাপারটা একটু বিরক্তিকর। গত দুই মাসে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর।’ 

বছরের শুরু থেকেই কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজও খেলেননি এই চোটের কারণে। জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের শেষ ম্যাচটাও ড্রেসিংরুমে বসে কাটাতে হয়েছে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ