হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ শুরুর আগে ফিট হচ্ছেন না উইলিয়ামসন

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম পর্ব শুরু হচ্ছে আর দুদিন পর। তবে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল অর্থাৎ সুপার টুয়েলভসে আগে থেকেই যারা আছে তাদের আরও সপ্তাহ খানেকের অপেক্ষা। এমন সময় চোট নিয়ে শঙ্কায় আছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। 

এবারের বিশ্বকাপে পুরো ফিট উইলিয়ামসনকে পাওয়া যাবে না বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। নতুন কোনো চোট নয়, পুরোনো কনুইয়ের চোটই মাথা ঝাড়া দিয়ে উঠেছে। সেটা যে তাঁকে খুব ভোগাচ্ছে, উইলিয়ামসন নিজেই তা জানিয়েছেন। তবে শতভাগ ফিট না থাকলেও ড্রেসিংরুমে বসে থাকবেন না তিনি। 

চোট নিয়ে উইলিয়ামসনের ভাষ্য, ‘হ্যামস্ট্রিংটা খুব বড় না, ছোট। এটা খুব দ্রুতই ভালো হওয়ার পথে। তবে কেউ যেন এটা নিয়ে আতঙ্কিত না হয়। আমাদের হাতে এখনো অনেক সময় আছে।’ 

তবে কনুইয়ের চোট নিয়ে কিছুটা চিন্তিত উইলিয়ামসন। বলেছেন, ‘কনুইয়ের চোটটা ভোগাচ্ছে। লম্বা সময়ের চোটের ব্যাপারটা একটু বিরক্তিকর। গত দুই মাসে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর।’ 

বছরের শুরু থেকেই কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজও খেলেননি এই চোটের কারণে। জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের শেষ ম্যাচটাও ড্রেসিংরুমে বসে কাটাতে হয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান