হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি ম্যাচ শুরু বিকেল ৪টায় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসার কথা নিউজিল্যান্ড দলের। সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি ঘোষণা করলেও ম্যাচ শুরুর সময় এত দিন জানানো হয়নি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যা ৬টায়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একই সময় খেলা শুরু করতে চায় না বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিউজিল্যান্ডের সঙ্গে সময়ের ব্যবধানের কারণে এই সময়টা নির্ধারণ করা হয়েছে। আজ মিরপুরে প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সময়ের ব্যবধান রয়েছে ও সেখানে খেলা দেখানোর একটা বিষয়ও রয়েছে তাই সবকিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। বিকেল চারটার দিকে খেলার শুরু করার পরিকল্পনা রয়েছে।’ 

সূচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ১লা সেপ্টেম্বর। ৩ আর ৫ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। দুই দিন বিরতি দিয়ে ৮ ও ১০ সেপ্টেম্বর হবে শেষ দুই টি-টোয়েন্টি। 

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

প্রয়াত জাকির পরিবর্তে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

কাকে সবচেয়ে বেশি ভয় পান শোয়েব