হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন

ঢাকা: ওয়ানডে বিশ্বকাপের মতো চার বছর বিরতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চান শচীন টেন্ডুলকার। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির আরও চাওয়া, বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও যেন ২-৩ মাসে শেষ হয়।

টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ২০১৯ সালের ১ আগস্ট অ্যাশেজ দিয়ে শুরু হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কাল সাউদাম্পটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-ভারত ফাইনাল ম্যাচ দিয়ে দুই বছর ধরে চলা টেস্ট শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হতে যাচ্ছে। শচীন বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ যদি ওয়ানডে বিশ্বকাপের মতো হয়, তবে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ 

এ সময় শচীন যোগ করে বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপও চার বছর পরপর হলে ভালো হয়। আগে থেকে ঠিক করতে হবে কারা টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায়। তাতে বিশ্বকাপের মতো ২-৩ মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করতেও সুবিধা হবে।’ 

এর আগে ভারতের ক্রিকেট কিংবদন্তি কপিল দেব ও রবি শাস্ত্রী তিন টেস্টের ফাইনালের প্রস্তাব দিয়েছিলেন। শচীনও কপিল–শাস্ত্রীর সঙ্গে একমত। তিনি বলেন, ‘কয়েক মাস আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। ফাইনালটাও সিরিজের মতো হলে ভালো হয়। তিন টেস্টের ফাইনাল হওয়াটাই যুক্তিযুক্ত।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড