হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটের সঙ্গে থাকব, হেরে বললেন পাইলট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-১-এর রাজশাহী বিভাগের পরিচালক পদে লড়েছিলেন খালেদ মাসুদ পাইলট। তবে জিতে আসতে পারেননি সাবেক এই অধিনায়ক। আজ নির্বাচনী লড়াইয়ে পাইলট হেরেছেন সাইফুল আলম স্বপন চৌধুরীর কাছে। ৭: ২ ভোটে স্বপনের কাছে হেরেছেন তিনি।

হারলেও ক্রিকেটের সঙ্গে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন পাইলট। ভোট গ্রহণ শেষে বিসিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এই উইকেটকিপার ব্যাটার।

ভোটের লড়াইয়ে হারলেও পাইলট ধন্যবাদ জানিয়েছেন কাউন্সিলরদের। তিনি বলেন, ‘আমি আমার কাউন্সিলর যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা হয়তো আমার যে সতীর্থ (প্রতিদ্বন্দ্বী) ছিলেন তাকে বেশি যোগ্য মনে করেছেন। তাকে তাই ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো উপকৃত হবে। আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তার ওপর বেশি আস্থা করেছে, এজন্য ভোট দিয়েছে।’ 

পাইলট জানিয়েছেন ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি। বলেছেন, ‘ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও বড় পরিধিতে কাজ করব চিন্তা করছিলাম। সেই সুযোগটা হয়তো এবার হয় নাই। তবে আমি সব সময় ক্রিকেটের সঙ্গে আছি। যারা আসবেন, তাদের জন্য সবসময় শুভ কামনা যেন বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে পারে।’

শেষ মুহূর্তে আচমকা একাদশে খাজা, স্মিথের হলো কী

সাংবাদিক সেজে প্রশ্ন করলেন মিরাজ, শান্তর পাল্টা রসিকতা

ট্রিট চাইব কিন্তু মনে হয় না দেবে, মোস্তাফিজকে নিয়ে শান্ত

মোস্তাফিজকে কি পুরো আইপিএল খেলতে দেবে বিসিবি

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন আজহার

বিপিএলের আগে ‘কোটিপতি’ নাঈমের বার্তা

ইডেনে মোস্তাফিজের সুইং দেখার অপেক্ষায় কলকাতা

আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজের দল পাওয়ায় অবাক হননি মাশরাফি

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিল কলকাতা

‘খাজার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি’