হোম > খেলা > ক্রিকেট

রোহিতের ফিফটিতে ভারতের ১৭৩ 

টস জিতো, ব্যাটিং নাও, ম্যাচ জিতো—ব্যাপারটাকে এবারের এশিয়া কাপের আবহসংগীতই বলা যায়। এক্ষেত্রে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। টস জয়ের সঙ্গে যে বেশ সখ্য হয়ে গেছে তাঁর। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে টানা তিন ম্যাচ টস জিতলেন। আগের দুই ম্যাচেই রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। আরেকবার ফিল্ডিং বেছে নিতে তাই দুবার ভাবেননি শানাকা। ভারতকে ১৭৩ রানে বেঁধে রেখে ম্যাচটাও নিজেদের নাগালেই রেখেছে শ্রীলঙ্কা। 

দুবাইয়ের উইকেট আজ ভিন্ন আচরণে হাজির হয়েছে। বল বেশ থেমে থেমে আসছে ব্যাটে। ভারতীয় ব্যাটাররা ভুগেছেনও তাতে। এমন উইকেটে ভারত যে ১৭৩ রানে করেছে, তাতে বড় অবদান রোহিত শর্মার। শুরুতে ২ উইকেট হারিয়ে ফেললেও ভারতকে পথ হারাতে দেননি রোহিত। গত কয়েক ম্যাচে বড় রান পাওয়া হচ্ছিল না। রানের জন্য বেছে নিলেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিকে। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারালেও সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রোহিত। 

রোহিত-যাদবের জুটি থেকে ভারত পায় ৯৭ রান। ইনিংসের সবচেয়ে বড় জুটি এটিই। রোহিত খেলেন ৭১ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৪টি চার। ছয় ম্যাচ পর ফিফটির দেখা পান রোহিত। বল যে থেমে থেমে আসছিল, সেটার প্রমাণ হয়ে থাকল রোহিতের আউট। কাভারে নিশাঙ্কার হাতে বন্দী হওয়া করুণারত্নের বলটা রোহিত যে গতিতে আশা করেছিলেন, সেভাবে আসেনি তাঁর কাছে। মাঝ ব্যাটে লাগলেও ধরা পড়তে হয় করুণারত্নের হাতে। যাদব করেন ৩১ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রণ অশ্বিনদের ছোট ছোট ইনিংস ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

এর আগে ১৩ রানের মধ্যে ভারতের দুই ব্যাটারকে তুলে নেয় শ্রীলঙ্কা। এশিয়া কাপে রানের জন্য সংগ্রাম করছেন লোকেশ রাহুল। কালও সেখান থেকে বের হতে পারেননি। ফিরেছেন ৬ রানে মহেশ থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে। টিকতে পারেননি গত দুই ম্যাচে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। দিলশান মাথুষ্কার বলে বোল্ড হয়েছেন শূন্য রানে।

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের