হোম > খেলা > ক্রিকেট

বেয়ারস্টোকে চুপ থেকে ব্যাটিং করতে বললেন কোহলি

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন বিরাট কোহলি ও জনি বেয়ারস্টো ড্রেসিংরুমে ফিরেছিলেন বেশ ভাব জমিয়ে। সেদিন কোহলি বেয়ারস্টোর ঘাড়ে হাত রেখে কথাও বলেছিলেন। সেটি দিনের সেরা মুহূর্ত হিসেবে ধরা পড়েছিল ক্যামেরাতে। তাদের এমন আনন্দময় মুহূর্তটা খুব বেশি স্থায়ী হলো না। এ দুজন তৃতীয় দিনের খেলা শুরু করেছেন নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খেলা শুরুর কয়েক মিনিট পরেই কোহলি-বেয়ারস্টো কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন মাঠে। সে সময় দুজন দুজনের ওপর চড়াও হয়ে কথা বলতে থাকেন। ইংল্যান্ডের ইনিংসের ৩৩ তম ওভারে ঘটনাটি ঘটে। ভারতের সাবেক অধিনায়ক কোহলি ইংলিশ ব্যাটারকে বলেছেন, ‘চুপ থাক। আর ব্যাটিং কর।’

কোহলি-বেয়ারস্টোর বাদানুবাদ থামাতে এগিয়ে আসেন মাঠের আম্পায়াররা। কোহলি রাগান্বিত অবস্থায় স্লিপে যাওয়ার সময়ও কিছু বলছিলেন বেয়ারস্টোকে। এ সময় ভারতীয় ব্যাটার ঠোঁটে আঙুল দিয়ে ইংলিশ ব্যাটারকে চুপ থাকতে ও পথ দেখিয়ে দিচ্ছিলেন।

ম্যাচে কোহলির স্লেজিংও রুখতে পারেনি বেয়ারস্টোর দুরন্ত ছন্দকে। টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। ইংলিশ ব্যাটার ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এজবাস্টন টেস্টে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ