অন্য দুই সংস্করণে ভালো করতে না পারলেও টেস্টে দারুণ ছন্দে আছেন লিটন দাস। এর পুরস্কারও পেলেন হাতেনাতে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন লিটন। এক সেঞ্চুরি আর এক ফিফটিতে করেছেন ১৯৬ রান। ধারাবাহিক পারফরম্যান্সের পর টেস্ট র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৫তম অবস্থানে এসেছেন লিটন। ক্যারিয়ারে এবারই প্রথম শীর্ষ ১৫-তে জায়গা পেলেন এই ব্যাটার।
দুই টেস্টে ১৩৮ রান নিয়ে মুমিনুল হকও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। আট ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ২১ ধাপ এগিয়ে ৮৭তম অবস্থানে এসেছেন ওপেনার নাজমুল হোসেন। বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ইবাদত হোসেন। ১৭ ধাপ এগিয়ে শীর্ষ ১০০তে ঢুকেছেন ইবাদত।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে না খেললেও টেস্ট অলরাউন্ডারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের অবস্থান অপরিবর্তিত আছে। ৩২৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অলরাউন্ডার। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ (১৮৬)।