হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে বিশ্রাম দিতে হবে, জানা নেই তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব আল হাসান। এমন ঘোষণার চার দিন পরই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকায় গেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা ও লাল বলের সিরিজের সব কটি ম্যাচে সাকিব থাকবেন কি না, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। 

ধোঁয়াশার কারণ, সাকিবের সঙ্গে আলোচনার পর গত ১০ মার্চ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্ট চাইলে সাকিবকে যেকোনো ম্যাচে বিশ্রাম দিতে পারবে। বাঁহাতি অলরাউন্ডার যদি কোনো ম্যাচে বিশ্রাম চান, তাঁকে সে সুযোগ দেওয়া হবে। সাকিব সব ম্যাচে খেলতে না চাইলে, তাতেও সমস্যা নেই।

দল চলে যাওয়ার দুদিন পরই দক্ষিণ আফ্রিকায় গেছেন সাকিব। দলের সঙ্গে প্রথম দিন থেকেই অনুশীলন করেছেন তিনি। তবে সাকিব ঠিক কটি ম্যাচ খেলবেন, পরিষ্কার নয় বলেই আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নই হলো সাকিবের খেলা-না খেলার প্রসঙ্গ নিয়ে। উত্তরে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, সব ম্যাচেই খেলবেন সাকিব। এর বাইরে কোনো বার্তা নেই তাঁর কাছে।

সাকিবের বিশ্রাম প্রসঙ্গে জানতে চাইলে তামিম বলেছেন, ‘আমার কাছে এ রকম কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে যে ওকে (সাকিব) এক-দুটি ম্যাচে বিশ্রাম দিতে হবে। তার সঙ্গে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়। আমি জানি সে ভালো করতে চায় এবং দলের সবাই সেটাই চায়। তা ছাড়া অন্য কোনো তথ্য আমার জানা নেই।’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’