হোম > খেলা > ক্রিকেট

ছিটকেই গেলেন ইবাদত, বদলি জুনিয়র সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকালই জানিয়েছিলেন, এশিয়া কাপের ১৭ জনের দলে থাকা ইবাদত হোসেনের চোট নিয়ে শঙ্কা আছে মেডিকেল বিভাগের। আজই আসার কথা ছিল ইবাদতের ব্যাপারে ঘোষণা। 

অবশেষে সে ঘোষণাও এল বিসিবি থেকে। বাঁ পায়ের হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার ইবাদত। ইবাদতের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আগে থেকেই এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন তিনি। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সাকিব। ৩ ম্যাচে নিয়েছিলেন ৯ উইকেট। সকিবকে নিয়ে এবার এশিয়া কাপের দলে যোগ হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার। 

বিসিবি আরও জানিয়েছে, ইবাদত হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ চোটে পড়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত এই পেসার। হাঁটুর চোটের জন্য লাগতে পারে অস্ত্রোপচার। সে ক্ষেত্রে মিস হতে পারে বিশ্বকাপও। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। মাঠে দাঁড়িয়ে এর আগে প্রায় আধা ঘণ্টার একটা গোল মিটিং সেরে ফেললেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সেখানে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ছিলেন একটা সাদা বোর্ড নিয়ে, যা ঘিরে খেলোয়াড়দের কিছু একটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল হাতে-কলমে। মিটিং শেষ ম্যাকডারমট বোর্ডে মার্কার কলম দিয়ে কিছু লিখছিলেন এবং মাঠের পাশেই সেটি রাখলেন। এর মধ্যে সভায় খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও কথা বলেন।

লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ফিরে লিটন দাসও আজ যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পে নতুন করে দেখা গেল তানজিম সাকিব ও খালেদ আহমেদকে। তবে পুনর্বাসনে থাকা ইবাদত হোসেনকে মাঠে দেখা গেল না। দুই পেসার সাকিব ও খালেদকে ক্যাম্পে রাখার কারণ এখানেই স্পষ্ট হয়ে ওঠে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’