হোম > খেলা > ক্রিকেট

ফিরেই চমকে দেওয়ার রহস্য বললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী হাসান মিরাজ। প্রায় ৫ মাস পরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ফিরেই চমকে দিলেন মিরাজ। আজ তাঁর দুর্দান্ত বোলিংয়ে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ বাকি থাকতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও নিশ্চিত হয়েছে বাংলাদেশের। 

মিরপুরে আজ ইংলিশদের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন মিরাজ। একটি বাউন্ডারিও খাননি এই অফ স্পিনার। এটিই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। মিরাজই ম্যাচের নায়ক, না বললেও চলছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লম্বা বিরতির পর টি-টোয়েন্টিতে ফিরেই চমকে দেওয়া বোলিংয়ের রহস্য বললেন মিরাজ, ‘সত্যি খুশি, অনেক দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললাম। একটু দ্বিধায় ছিলাম (কীভাবে ভালো করবেন), তবে সবাই আমাকে অনেক সমর্থন করেছে।’ 

মিরপুরের উইকেট সব সময়ই স্পিনারদের দিকে হাত বাড়িয়ে দেয়। তবে সে সুযোগটা লুফে নেওয়াও জানা থাকতে হয়। মিরাজের যে তা ভালো জানা, সেটিই বলছিলেন তিনি, ‘উইকেটে একটু টার্ন ছিল। অনেক স্পিনসহায়ক। ভালো লাইন ও লেংথে বোলিং করে গেছি। সঠিক জায়গা বল করে গেছি।’ 

শুধু বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে দারুণ খেলেছেন মিরাজ। ১৬ বলে করেছেন ২০ রান। মেরেছেন ২ ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরতি পড়লেও ফর্মে মোটেও মরচে পড়েনি মিরাজের।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে