লর্ডসে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন জো রুট। রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন গাস অ্যাটকিনসনও। সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাই অনেক বেশি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক ওলি পোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এউইন মরগান।
মরগান প্রশ্নটা তুলেছেন লর্ডসে গতকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের ঘটনা নিয়ে। আম্পায়াররা বারবার ইঙ্গিত দিতে থাকেন আলোক স্বল্পতার ব্যাপারটি। এমন পরিস্থিতিতে পেসারদের বল মোকাবিলা করা ব্যাটারদের জন্য অনেক কঠিন। শেষ পর্যন্ত এই সমস্যার কারণে দিনের খেলার ২২ ওভার বাকি থাকতে মাঠ ছেড়ে চলে যান ক্রিকেটাররা। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যের কাজ করা মরগান খেপেছেন ইংল্যান্ড অধিনায়কের ওপর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমার মতে এটা বিতর্কিত সিদ্ধান্ত। শেষ এক ঘণ্টার প্রেক্ষাপটেই বলছি কথাটা। খুবই অন্ধকার ছিল তখন। পেস বোলারদের বোলিং করতে না পারার একটা কারণ ছিল। এটা যে বিপজ্জনক হবে, সেটা সবাই জানতেন।’
৪৮৩ রান করতে নেমে ৮ ওভারে ১ উইকেটে ২৪ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। আলোর সমস্যার কথা তখন বলেন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও জো উইলসন। এমন পরিস্থিতিতে নবম থেকে ১১তম—এই তিন ওভার পর্যায়ক্রমে বোলিং করেন শোয়েব বশির ও জো রুট। এরপর আলোর অবস্থা ধীরে ধীরে ঠিক হলে দুই পেসার ম্যাথু পটস ও ওলি স্টোন বোলিং করতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলো আবার ঝামেলা করতে শুরু করে। সেই পরিস্থিতিতে নতুন বল না নেওয়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক পোপ। তখন স্পিনারদের বোলিং করানো যেত বলে মনে করেন মরগান। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন,‘বলের কন্ডিশন সম্পর্কে আমি জানতাম। তবে ইংল্যান্ডের ভালো এক ফিঙ্গারস্পিনার শোয়েব বশির আছে। বশিরের বোলিং করা দরকার ছিল। বল ঘুরছিল ও বাউন্স করছিল।’