হোম > খেলা > ক্রিকেট

ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্ক নিয়ে কী বলছেন হাথুরু

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউটের’ ঘটনা যেন এবারের বিশ্বকাপের ‘হট টপিকে’ পরিণত হয়েছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এ নিয়ে আলোচনা থামছেই না। পক্ষে বিপক্ষে চলছে নানারকম আলোচনা। 

বাংলাদেশ সর্বশেষ গত ৬ নভেম্বর দিল্লিতে খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে হেলমেটের কারণে মাঠে নেমে প্রথম বল ফেস করতেই ম্যাথুসের ২ মিনিটের বেশি সময় পেরিয়ে যায়। যেখানে এবারের বিশ্বকাপে ২ মিনিটের মধ্যেই প্রথম বল খেলার নিয়ম। এরপরই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন করেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথুস। এরপর এই নিয়ে চলছে নানারকম কথাবার্তা। কেউ কেউ ক্রিকেটীয় চেতনা নিয়ে কথা বলেছেন। এমনকি ম্যাথুস কত সময় ব্যয় করেছেন, তা নিয়ে স্ক্রিনশট ছেড়েছেন সামাজিকমাধ্যমে। 

অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ‘টাইমড আউট’ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে এসেছে সেই প্রসঙ্গ। হাথুরু বলেন, ‘আমার মনে হয় না, ঘটনা এখানেই থামবে। আমি বলতে পারি যে এটা আউট হওয়ার একটা ধরন। খেলার শর্তের মধ্যে এটা নতুন করে যোগ হয়েছে। আমার জানা মতে, এটা খেলার পঞ্চম বা ষষ্ঠ শর্ত। আমি জানি না এটা আদৌ থামবে কি না। তবে আমার পরামর্শ অনুযায়ী এটা আম্পায়ারের ওপরই ছেড়ে দেওয়া উচিত। আইন অনুযায়ী আপনি দেখবেন যে এটা টাইমড আউট।’ 

‘টাইমড আউটের’ ঘটনায় সাকিবকে হুমকি দেওয়া হয়েছিল ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে। ম্যাথুসের ভাই ট্রেভিন ম্যাথুস জানিয়েছেন যে আন্তর্জাতিক ম্যাচ বা লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় এসে সাকিবকে পাথর ছুড়ে মারা হবে। এরপর গতকাল সাকিবের এলপিএল ফ্র্যাঞ্চাইজি গল টাইটানস পাথর ছোড়ার হুমকির ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা