হোম > খেলা > ক্রিকেট

শঙ্কা দূর করে মাঠে নামলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শঙ্কা দূর করে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেমেছিলেন টসে। শুরুর দিকে গুঞ্জন ছিল, বিপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি।

স্থানীয় ক্রিকেটারদের ওপর আস্থা রেখেই সর্বশেষ বিপিএলে বিপিএলের রানার্সআপ হয়েছিল সিলেট। এবারও সেরকমই দল গড়েছে তারা। নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, তানজিম সাকিবরা আছেন একাদশে। তাঁদের সঙ্গে আছেন হ্যারি টেক্টর, বেনি হাওয়েল, বেন কাটিংয়ের মতো অলরাউন্ডাররা।

চট্টগ্রামেও আছেন তানজিদ তামিম, কার্টিস ক্যাম্ফার, আভিশকা ফার্নান্দো ও নাজিবউল্লাহ জাদরানের মতো দারুণ ক্রিকেটাররা। দিনের প্রথম ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচেও সেই আশায় সমর্থকে পরিপূর্ণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

চট্টগ্রামের চ্যালেঞ্জার্স একাদশ: তানজিদ হাসান তামিম, আভিশকা ফার্নান্দো, শুভাগত হোম (অধিনায়ক), ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, শাহাদাত হোসেন দিপু, নিহাদউজ্জামান, নাজিবউল্লাহ জাদরান, বিলাল খান, শহীদুল ইসলাম ও আল আমিন হোসেন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), বেনি হাওয়েল, বেন কাটিং, হ্যারি টেক্টর, নাজমুল ইসলাম অপু, তানজিম হাসান সাকিব ও রিচার্ড এনগারাভা।

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস