হোম > খেলা > ক্রিকেট

যে কারণে মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্ত

ভারত সফরে মাহমুদউল্লাহ রিয়াদ যাওয়ার পর থেকেই আলোচনা—টি-টোয়েন্টিতে এটাই শেষ সিরিজ এই অলরাউন্ডারের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সে ঘোষণা আসার ব্যাপারেও ছিল ব্যাপক আলোচনা। অবশেষে সেই কথাই সত্যি হলো। টেস্টের পর আজ টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিলেন ৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ। আগামী শনিবার হায়দরাবাদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১ রানে ফেরেন মাহমুদউল্লাহ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে ভালো ছন্দ ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। সব মিলিয়ে অবসর নিয়ে ভেবেছেন মাহমুদউল্লাহ নিজেও।

কাল দ্বিতীয় টি-টোয়েন্টির আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।’

তবে অবসরের কারণ হিসেবে আলাদা কোনো কিছু না বললেও তাঁর কথায় স্পষ্ট ছিল সময় এবং দলের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই দল গোছানোর পরামর্শ তাঁর। দল গোছাতে এবং তরুণদের সুযোগ দিতে অবসরের জন্য এই সময়টা বেছে নিয়েছেন মাহমুদউল্লাহ।

এটাই অবসরের সঠিক সময় উল্লেখ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়। পরের বিশ্বকাপের জন্য এখনই প্রস্তুতি শুরু করা উচিত।’

অবসরের প্রসঙ্গে প্রথমে আপত্তি জানিয়েছিল মাহমুদউল্লাহর পরিবার। যদিও পরে বোঝানোর পর সায় দিয়েছেন পরিবারের সদস্যরাও। এই অলরাউন্ডার বলেন, ‘ভারত সিরিজের অনুশীলন শুরুর সময়ই এসব (অবসর) নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। পরিবার শুরুতে বোঝেনি, তারা ভেবেছিল এইটা সঠিক সময় নয়। আমি নানাভাবে পরিবারকে বুঝিয়েছি, এরপর তারা বুঝেছে। তারপর আমি বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছি।’

গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

আমিরাতের লিগে খেলার আগে দোয়া চাইলেন তাসকিন

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ এখন নামিবিয়ায়

জয়সওয়ালের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

আনিসুল-মার্শালের সেঞ্চুরিতে প্রথম দিনটা ঢাকার

গোলাপী বলেও অস্ট্রেলিয়ার সামনে দিশেহারা ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে নিয়ে সুখবর পেল ভারত

শুধু সংখ্যাই নয়, ক্যারিবীয় ক্রিকেটের গৌরবও

সাকিব-ব্রাভোকে ছাড়িয়ে অন্য রকম মাইলফলকে রাসেল

গ্রিভস-হোপের ব্যাটিং বীরত্বে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য ড্র