আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
শারজায় ২৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। আফগানিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৩ রানেই গুটিয়ে যায় যুবারা। পাওয়ার প্লেতেই চার ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ।
শেষ দিকে মোহাম্মদ শিহাব জেমস ১৭ ও ওয়াসিরের ১৬ রান শুধু পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন জিসান আলম। আফগানদের হয়ে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ইয়ামা আরব। আর ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন ফরিদুন দাউদজাই।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সোহাইল খান জুরমাতির সেঞ্চুরিতে ২৭০ রান করে আফগানরা। যুব দলের হয়ে অভিষেকে সেঞ্চুরি করেছেন সোহাইল। ম্যাচে ১১৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন সুলিমান আরবজাইয়।
আগামী বুধবার দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি দুই দল। এ সিরিজ শেষেই শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ১৮ মার্চ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।