হোম > খেলা > ক্রিকেট

সিডন্সের চাওয়া একটা বড় জুটি

ডারবান টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। বোলাররা কাজটা ঠিকঠাক করলেও ব্যর্থ হয়েছে টপ অর্ডার ব্যাটাররা। দিনের শেষ ভাগে ১১ রান তুলতেই ৩ উইকেট নেই। কপালে চিন্তার ভাঁজ নিয়ে মাঠ ছেড়েছে উইকেটে থাকা মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হলে বড় জুটির কোনো বিকল্প নেই। বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও মনে করে তাই। সিডন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, ‘আমাদের একটা বড় জুটি দরকার। সঙ্গে কজনের অবদান রাখতে পারলে আমরা ম্যাচটা জিততে পারব।’

ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। উইকেটে আছেন মুশফিক - শান্ত। স্বীকৃত ব্যাটার হিসেবে অক্ষত আছে ইয়াসির  রাব্বি,লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের উইকেট। তবু পঞ্চম দিনে এই রান তাড়া করে জেতা সহজ নয়।  সিডন্স তাই বললেন, ‘পঞ্চম দিনের উইকেটে কাজটা অনেক কঠিন হবে। তবু আমাদের এভাবেই ভাবতে হবে এবং সামনের দিকে এগোতে হবে।’

বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি সিডন্স, ‘আমাদের বোলাররা দারুণ করেছে। আমাদের তারাই ম্যাচে ফিরিয়েছে। কিন্তু দিনের শেষ ভাগে আমরা দ্রুত ৩ উইকেট হারিয়েছি, আমরা যেভাবে চেয়েছিলাম শুরুটা সেভাবে হয়নি।’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের