হোম > খেলা > ক্রিকেট

টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

এবার টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল এক ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশসহ আরও দুটি দেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ ছাড়া অন্য দুই দেশ হলো- আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দল।      

বৃহস্পতিবার বৈঠক শেষে আইসিসির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পূর্ণ সদ্যস্যের নারী দলগুলোকে স্থায়ীভাবে টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের সবগুলো ম্যাচকে আন্তর্জাতিক টি- টোয়েন্টির মর্যাদা দেয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।    

এখন পর্যন্ত দশটি নারী দল টেস্ট স্ট্যাটাসের মর্যাদা লাভ করেছে। দলগুলো হলো, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। আয়ারল্যান্ড ২০০০ সালে পাকিস্তানকে ইনিংস ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। এখন পর্যন্ত এই একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারা।   

অন্যদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের যাত্রা শুরু করে। এরপর ২০১১ সালে নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে ৫ম স্থান অধিকার করার মাধ্যমে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে তারা।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ